ইমরান সরকারঃ-ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়ধাপে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারেরমত নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী (বিদ্যুৎ) এবং ভাইস-চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল ও দ্বিতীয় বারেরমত মহিলা ভাইস-চেয়ারম্যান হয়েছেন মোছা. আনোয়ারা বেগম।
অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৮৩ ভোট কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান ৬ জন, ভাইস-চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান সহ মোট ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ছিল ১৩ জন। এ রিপোর্ট লেখা কালীন সহকারি রিটার্নিং কর্মকর্তার অফিস রাত সাড়ে ৯টায় সর্বশেষ ফলাফল ঘোষণা সম্পন্ন করেন। আলহাজ্ব একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ মোটর সাইকেল প্রতীকে ১৯ হাজার ৫’শ ৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জননেতা তৌহিদুল ইসলাম মন্ডল পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে আবু ফরহাদ মন্ডল তালা প্রতীকে ২৪ হাজার ৩’শ ৬ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম রফিকুল ইসলাম মন্ডল রিপন টিউবওয়ের প্রতীকে ২০ হাজার ৭’শ ৮৪ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম ২১ হাজার ৯’শ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিক্তা বেগম পেয়েছেন ১৭ হাজার ৮’শ ৬৭ ভোট। নির্বাচনে এ উপজেলায় মোট ভোটের ৩০.১৫% ভোট প্রয়োগ করা হয়।
পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৯ এবং মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন ও হিজরা ১ জন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ