ইমরান সরকার :-গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের ভগবান গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ফ্রিজ বাষ্ট হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়িসহ ৪ টি ঘড় পুড়ে ভস্মীভূত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফলেছা বেগম (৫০) নামে ১ মহিলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ৩ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নে ভগবানপুর গ্রামে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে আগুনের লেলিহান শিখায় নগদ টাকাসহ বসতবাড়ি ৩ টি ঘড় প্রায় সাড়ে ৩ লাখ টাকার আসবাবপত্র পুরে ভস্মীভূত হয়ে যায়।আগুনে পুরে ফলেছা বেগম (৫০)নামে এক মহিলা গুরুতর আহত হয়।
আহতকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। আহত ফলেছা বেগম ওই এলাকার মৃত আজল হকের স্ত্রী।
বিষয়টি, বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ