রাসেল মাহামুদ প্রতিনিধি,
গাইবান্ধা র্যাব ১৩র জানান ২০ জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নুনিয়াগাড়ী (প্রফেসর পাড়া) রংপুর টু ঢাকা মহাসড়কে রংপুর গামী লেনের পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য
৮২ বোতল ফেন্সিডিলসহ তিনজন কুখ্যাত মাদক কারবারীকে গ্ৰেফতার করেছে র্যাব-১৩, গাইবান্ধা ।
গ্রেফতারকৃতরা হলেন,,১/ লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার সুন্দ্রাহবি গ্রামের,,
শরিফুল ইসলাম এর ছেলে মানিক মিয়া
২/ লালমনিহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ ঘনেশ্যাম গ্ৰোমের আবু তালেবের ছেলে মিজানুর রহমান
মোঃ মানিক মিয়া (৩৪), পিতা-মোঃ শরীফুল ইসলাম,
৩/রংপুর জেলার কোয়াতালি থানার শিমুলবাগ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আশিক হাসানকে
আটক করেন।
ধৃত আসামীকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।