রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি,
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
৯ মার্চ শনিবার পূর্ব নয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি পৃথক বুথে সকাল ৮টা থেকে থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। প্রাপ্ত ফলাফলে এ উপ নির্বাচনে ইউপি সদস্য হিসাবে ফুটবল প্রতীকে ৮ শত ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য আল আমিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হিসাবে মরহুম বাদশা মেম্বারের কন্যা ইউপি সদস্য প্রার্থী স্বপ্না খাতুন মোরগ প্রতীকে পেয়েছেন ৮ শত ৩২ ভোট।
এ উপ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে সার্বক্ষণিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান,জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা,থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন,ওসি তদন্ত লাইছুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বেতকাপা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ নির্বাচনে মোট ভোটার ছিলেন,২ হাজার ৪ শত ৪৬ জন। এদের মধ্যে নারী ভোটার ১ হাজার ২'শত ৭০ জন ও পুরুষ ভোটার ১ হাজার ১'শত ৭৬ জন। মোট প্রাপ্ত ভোট ১ হাজার ৭'শত ২৯ টি,এর মধ্যে বাতিল ভোট ২০ টি মোট বৈধ ভোট ১ হাজার ৭'শত ৯টি।
উল্লেখ্য,বেতকাপা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মেম্বার হত্যার পর উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য পদ শূন্য হওয়ায় ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ