স্টাফ রিপোর্টারঃ মোঃ গোলাম মোরশেদ:
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মাহমুদুল হাসান যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপরে জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন। একইদিন বিকেলে তিনি নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে আগের অফিসারের নিকট থেকে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও মাহমুদুল হাসান ৩৬’তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন-বিভাগে অনার্স মাস্টার্স করেন। ২০১৮ সালে সহকারী কমিশনার হিসাবে চাকুরী জীবনে প্রথমে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় সহকারি কমিশনারের দ্বায়িত্ব পালন করেন। পাঁচবিবিতে ইউএনও হিসাবে যোগদানের আগে তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ ও উপজেলা প্রশাসনকে আমি জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, গণমাধ্যম কর্মী সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। তিনি গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জন্মগ্রহন করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ