স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
জয়পুরহাটের পাঁচবিবি তে যথাযথ মর্যাদায় দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,
মঙ্গলবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে, উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায়, মহান স্বাধীনতা দিবসের ডিসপ্লে, খেলাধুলা, পুরস্কার বিতরণী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মন্ডল মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান ,
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, কাউন্সিলর আনিসুর রহমান বাচ্চু, রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী,, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।