মোঃ গোলাম মোরশেদ
স্টাফ রিপোর্টারঃ দৈনিক বিকাল বার্তা।
জয়পুরহাটের পাঁচবিবিতে সকল প্রেসক্লাবের সদস্য কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউসার আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৫ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় পাঁচবিবি থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন।
পাঁচবিবি থানার সহকারী পরিদর্শক (এসআই) শ্রী সুশান্ত কুমারের সঞ্চালনা বক্তব্য রাখেন পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ কাউসার আলী। পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব, পাঁচবিবি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আল কারিয়া চৌধুরী,পাঁচবিবি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল শেখ,পৌর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন, দৈনিক জনবাণী পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো: রেজুয়ান হোসেন, , দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি ইদ্রিস আলী দৈনিক আলোর বার্তা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন(দপ্তর সম্পাদক) পাঁচবিবি মডেল প্রেসক্লাব , ঢাকা সময় ও এসটি বাংলা টিভি জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি ও বাংলা ৭১ টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন ,দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ অলিউল্লাহ দৈনিক ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি গোলাম মাওলা , মোরসালিন হোসেন লাবিব ,সহ অনেকেই উপস্থিতি ছিলেন।
এসময় সাংবাদিকরা পাঁচবিবি সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয়ে তুলে ধরলে নবাগত অফিসার ইনচার্জ মো: কাওসার আলী পাঁচবিবিকে শতভাগ মাদক মুক্ত করাসহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান করেন। মতবিনিময় শেষে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সকল সদস্যগণ নবাগত অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীকে ফুলের শুভেচ্ছা জানান।