মোঃ রেজাউল ইসলাম পাইকগাছা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় গত ২৩ফেব্রুয়ারি মঙ্গলবার কপিলমুনি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের অফিস কক্ষে তালা। ঘটনার বিবরণে জানা যায় যে,কপিলমুনি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুস সাত্তারকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে একটি মহল দীর্ঘদিন যাবত হেয় প্রতিপন্ন করে আসছে। ইতোমধ্যে মহলটি তার বিরুদ্ধে মানববন্ধন করে এবং অধ্যক্ষরের অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়।
তথ্য অনুসন্ধানে জানা যায় যে,অধ্যক্ষ আব্দুস সাত্তারের ছোট ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে।
এমতাবস্থায় অধ্যক্ষ আব্দুস সাত্তার ও তার পরিবারের লোকজনের ক্ষয় ক্ষতির আশঙ্কায় ও জীবননাশের হুমকি থাকায় পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার ডায়রি নম্বর -১৩৫৩