1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
পাইকগাছায় জমি দখলে বাঁধা প্রদানে প্রতিপক্ষের হামলা-মারপিটে আহত ৫ - Bikal barta
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| রাত ৮:৫৩|

পাইকগাছায় জমি দখলে বাঁধা প্রদানে প্রতিপক্ষের হামলা-মারপিটে আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪,
  • 109 জন দেখেছেন

সোহেল রানা পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় জমি দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা-মারপিটে গৃহবধূ,মেয়ে সহ একই পরিবারের ৫জন আহত হয়েছেন। গত ৫ মার্চ(মঙ্গলবার)আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার হরিটালী ইউনিয়নের উলুডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত অনেকের মাথা ফেটেছে,অনেকের হাত-পা, মুখ,ঠোট,হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।আহতরা হলেন, উলুডাঙ্গার আলী মোড়ল(৭০),আল-আমিন মোড়ল(২২),রিজিয়া বেগম(৬০),আবুল কালাম(২৮)ও হরিদাশকাটির মর্জিনা বেগম(৪০) সহ অনেকে। ঘটনার পর পরই আহতদের থানায় আনা হয়। এ সময় থানার ডিউটিরত পুলিশ কর্মকর্তা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এ ঘটনায় আহত আলী মোড়লের পুত্র সালাম মোড়ল বাদি হয়ে পাইকগাছা এজহার দাখিল করেছে। থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। আহত আলী মোড়ল ও আল-আমিনের অবস্হা গুরুতর হওয়ায় তাদের দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৩জন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছে। বুধবার বিকালে সরেজমিনে স্হানীয় এলাকাবাসি, থানায় এজহার ও বাদি সালাম মোড়ল সুত্রে জানা যায়,উপজেলা পাইকগাছাধীন ৩নং উলুডাঙ্গা মৌজার বি,আর,এস ৫৬ নং খতিয়ানের ৩৬৭ ও ৩৬৮ দাগের ০.৪৬ একর সম্পত্তি মধ্যে ০.২২৯৯ একর সম্পত্তি মৃত মানুল্য মোড়লের পুত্র আলি মোড়ল পৈতৃিক সুত্রে বসবাস করে আসছেন। আলি মোড়লের সন্তানাদি বেশি থাকায় পৈতৃিক সম্পত্তির ভিটা অংশে আলি মোড়ল বসবাস করবেন আর পৈতৃিক সম্পত্তির ভিটা থেকে বোন মোছাঃ মমতাজ ওরফে মোমেনা বেগমের প্রাপ্ত অংশের সমপরিমাণ জমি বিলান থেকে ভোগদখল করবেন মর্মে স্হানীয় জনপ্রতিনিধি, সুধীজন সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উভয়ে পক্ষের উপস্হিতিতে আপোষ মিমাংশা হয় এবং সেমতে আলি মোড়ল সম্পূর্ন ভিটাবাড়িতে বসবাস করছেন বলে স্হানীয়রা জানান।স্হানীয়রা আরো জানান,পরবর্তীতে মোমেনা বেগমের ওয়ারেশরা কু-লোকের কু-পরামর্শে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে প্রায়শঃ আলি মোড়লের ভোগ দখলে থাকা জমি দখলের চেষ্টা সহ প্রান নাশের হুমকি অব্যাহত রেখেছে। এ ঘটনায় আলি মোড়ল প্রতিকার পেতে পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে একটি মামলা করেন (যার নং ১১৫/২২)। যা তদন্তাধীন রয়েছে। বাদি সালাম মোড়ল এজহারে আরো উল্লেখ করেন, পূর্বশত্রুতার জের ধরে গত ৫ মার্চ(মঙ্গলবার) আনুমানিক সকাল ১০ টার দিকে একই এলাকার বাসিন্দা নয়ন গাজী,নজরুল গাজী,ইকবাল গাজী,আয়েরা বিবি ও মুর্শিদা বেগম সহ ৪/৫ ভাড়াটে লোকজন নিয়ে দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ঐ জমিতে পৌঁছে ঘর বেধে ও ঘেরাবেড়া দিয়ে দখল চেষ্টা করে।ঐ সময় বাঁধা দিলে প্রতিপক্ষরা দা, লাঠিসোটা, শাবল,লোহার রড,চাইনিজ কুড়াল দিয়ে হামলা ও এলোপাতাড়িভাবে মারপিট করে আলি মোড়ল, আল-আমিন মোড়ল,রিজিয়া বেগম,আবুল কালাম ও মর্জিনা বেগম কে রক্তাক্ত জখম করে। সেই সময় তাদের আত্নচিৎকারে স্হানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা আহতদের প্রান নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।স্হানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ঐ সময় আহত আলি মোড়ল ও আল-আমিন মোড়লের জখম গুরুতর হওয়ায় তাদেরকে খুমেক হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে। কিন্তু আলি মোড়ল ও আল-আমিনের অবস্হা আশংকাজনক বলে জানান এজহারের বাদি সালাম মোড়ল।আর এ ঘটনায় প্রতিকার পেতে পাইকগাছা থানায় এজহার দাখিল করা হয়েছে বলে জানান আলি মোড়লের পুত্র সালাম মোড়ল। এ ঘটনায় অভিযুক্ত নয়ন গাজী,নজরুল গাজী,ইকবাল গাজী,আয়েরা বিবি ও মুর্শিদা বেগমরা কোন মন্তব্য করতে রাজী হননি। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,এঘটনায় থানায় এজহার দাখিল হয়েছে। থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্হা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!