সোহেল রানা প্রতিনিধি পাইকগাছা খুলনা
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আটককৃত ব্যাক্তির নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর সার্বিক দিকনির্দেশনা মোতাবেক এসআই কেএম সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভাধীন শিবসা ব্রীজের নীচের পশ্চিম পাশ থেকে ১ কেজি গাঁজা সহ খুলনার মৌলভীপাড়া এলাকার মৃত: সাইদ হাওলাদার এর ছেলে মোঃ সাত্তার হাওলাদার (৫১), কে আটক করতে সক্ষম হয়েছে।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার ও আটক পূর্বক থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও তিনি বলেন মাদকের ব্যাপারে আপোষ চলবে না, থানা পুলিশের এ অভিযান অব্যহতভাবে চলতে থাকবে।