সোহেল রানা স্টাফ রিপোর্টার: আজ ( ৮ ডিসেম্বর) খুলনা জেলার পাইকগাছার ১০ নং গড়ুইখালী ইউনিয়নের কুমখালি মৌজায় আনুমানিক ৩২ বিঘা জমিতে কৃষকের রোপনকৃত আমন ধান স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে কেঁটে নেওয়ার পায়তারা করছে। স্থানীয় সূত্র ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব রমেশ চন্দ্র বর্মন এর বর্ণনামতে জানা যায় যে,গত ইংরেজি ১৮ আগস্ট -২০২৪ উক্ত ধান মোঃ কামরুল ইসলাম মোল্লা, মোঃ হুমায়ুন সরদার, সুদীপ্ত কুমার বর্মন ( সঞ্জয়) ও ভবসিন্ধু ঘোরামি রোপন করেন। কিন্তু ধান পাকার পরে স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে উক্ত ৩২ বিঘা জমির নিজেদের বলে দাবি করে ও ভায়ভীতি প্রদর্শন করে আসছে। সরোজমিনে যেয়ে স্থানীয় গড়ইখালী ইউনিয়নের কুমখালি গ্রামের বিধান বর্মন, হিরন্ময় মন্ডল, দীনেশ মন্ডল, কাকলি মন্ডল, কৃষ্ণপদ বর্মন ও সোনাদানা ইউনিয়নের খাটুমারি গ্রামের আব্দুল হাকিম, খলিল, হাই, আব্দুর রব, সালামের কাছ থেকে জানা যায় যে, উক্ত ৩২ বিঘা জমিতে মোঃ কামরুল ইসলাম মোল্লা, মোঃ হুমায়ুন সরদার, সুদীপ্ত কুমার বর্মন ( সঞ্জয়) ও ভবসিন্ধু ঘোরামি এই ধান রোপন করেছেন। এ সময় ভবসিন্ধু ঘোরামি দাবি করেন যে,আমরা যারা উক্ত ধান রোপণ করেছি এখন ধান পাকার মুহূর্তে আমরা যাতে সময়মত ধান কাটতে পারি তার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি।