সোহেল রানা স্টাফ রিপোর্টার।।
আজ ১২ ই ফেব্রুয়ারি রোজ বুধবার আনুমানিক রাত ৮:৩০ মিনিটে জিরো পয়েন্টে বউবাজার থেকে ইকবাল নামক এক ব্যক্তির ভ্যানচুরি হয়েছে। ভ্যান গাড়ি বডির রং লাল কালারের, তক্তা অনেক দিনের পুরাতন, ইকবালের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই ভ্যান। তিনি এই ভ্যানে করে বালি বহনের কাজ করতো। অনেক খোঁজাখুঁজির পরে ভ্যান গাড়ি না পাওয়া ইকবাল খুবই ভেঙে পড়েছে, যদি কোন ব্যক্তি পুরাতন ভ্যান বিক্রয়ের জন্য কোন গ্যারেজে আসেন তাহলে ০১৭৬৭৮৯৮৩০১নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ইকবাল।।