সোহেল রানা স্টফ রিপোর্টার।
মোহাম্মদ মামুন হোসেন বলেন বিগত এক বছর আগে জামান এন্টারপ্রাইজ রাস্তার কাজের জন্য লস্কার চৌমুনী রাস্তা ও ঢেলুটি ইউনিয়নের দারুন মল্লিক গ্রামের গোপী পাগলা সড়কে দীর্ঘদিন যাবত ঠিকাদারি কাজ করছিলাম। হঠাৎ বন্ধ রাখার জন্য উক্ত কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীতে মাস পর জামান এন্টারপ্রাইজ এর জন্য ঠিকাদার দিয়ে উক্ত রাস্তার কাজ শুরু করে বর্তমান চলমান আছে। আমার কাজের হিসাব শেষ না করিয়া এবং আমার কাজের টাকা পরিশোধ না করিয়া অন্য ঠিকাদার করাইতেছে। আমার হিসাব নিকাশ জামান এন্টারপ্রাইজ এর নিকট আমার পাওনা দারুন মল্লিক পাপীপাগলা পাগলা সড়কের চার লক্ষ টাকা এবং লস্কার চৌমুনের রাস্তার ১ লক্ষ ১৬ হাজার টাকা সর্বমোট ৫ লক্ষ ১৬ হাজার টাকা তার নিকটে পাওনা, এ সময় তিনি আরো বলেন যাতে করে আমারে টাকা আমি ফিরে পেতে পারি সেজন্য প্রশাসনের নিকটে সাহায্য প্রার্থনা করছি সুস্থ তদন্ত করে আমার এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।।