মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি পুরোনো খাল পরিস্কার কালে নেতাদের উদ্দেশ্যে বলেন-সেন্ট ওয়ালা ড্রেস থেকে নেমে এসে কাজে নামেন। কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। আমি পাঞ্জাবী পরে ঢাকায় ঘুরাঘুরি করতে এমপি হয়নি। আমি যেটা ধরি সেটার শেষ করে ছাড়ি। আগামী দিনে যারা কাজ করবে তাঁরাই নেতৃত্ব দিবে। সুন্দর সুন্দর কাপড় পড়ে ঘুরাঘুরি করে আর নেতা হওয়ার সুযোগ নেই। নেতা হতে হলে মানুষের জন্য কাজ করতে হবে।এ সময় তিনি ক্লিন মাধবপুর এর প্রশংসা করে কাজের জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেন। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সকালে ক্লিন মাধবপুরে আয়োজনে উপজেলা পরিষদ দক্ষিণ পাশে রাস্তা খালের ময়লার আবর্জনা পরিস্কার কাজে যোগ দেন। ক্লিন মাধবপুর, স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী ও স্থানীয় এবং কর্মী সমর্থন নিয়ে উপজেলা সদরে ময়লা আবর্জনা স্তূপে ডাকা পুরোনো খালটি পরিস্কার কাজ শুরু করলেন নবনির্বাচিত এমপি সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন।