আহমেদ হোসাইন ছানু, নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ রাজ্যপাল স্বীকৃতিপ্রাপ্ত কবি সৌমেন্দু লাহিড়ীর ভারতে জন্ম হলেও তিনি স্বপ্ন দেখেন বিশ্ব নিয়ে, তাঁর লেখনীর সীমাবদ্ধ কোন দেশ নেই তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় বেশি লেখালেখি করলেও স্বপ্ন দেখেন বিশ্বের সমস্ত দেশের পত্র-পত্রিকায় কিছু লেখার। এই আগ্রহ যেন তাঁকে সব সময়ই তাড়া করে বেড়ায়। সেই লক্ষ্য, আগ্রহ ও উদ্দেশ্য নিয়ে তিনি বিশ্বের বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে তাঁর লেখা প্রকাশ ক'রে ব্যাপক সাড়া জাগিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে তাঁর বাড়ি, নাম "সুরমহল"। দীর্ঘদিন ধরে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়মিত সেই বাড়িতে যাতায়াত। আর সেই বাড়িতে গেলে প্রায় সময়ই দেখা যায় আনুমানিক বছর তেপ্পান্নোর ছিপছিপে, পাতলা, ফর্সা এই মানুষটিকে, যিনি ঘরের এক কোণে বসে একান্ত নিভৃতে সাহিত্য সাধনায় মগ্ন রয়েছেন, আর ঘরে খুব অল্প আওয়াজে সাউন্ড সিস্টেমে বেজে চলেছে কখনও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, কখনও নজরুল সঙ্গীত আবার কখনও সঙ্গীত শিল্পী নুসরাত ফাতেহ আলী খানের কাওয়ালী। সাহিত্য সাধক এই কবির কবিতায় একাধারে যেমন জীবনদর্শন, প্রকৃতি, প্রেম প্রভৃতি বিষয় স্থান পায়, তেমনই তাঁর কলম গর্জে উঠে সমাজের শোষিত, দলিত, নিপীড়িত মানুষদের জন্য এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি তাঁর জীবনে বেশকিছু সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে সম্মান লাভ করেছেন। তাঁর রচিত একক কাব্যগ্রন্থ হল "সনম", "রামধনু", "পৃথ্বী পদ্যময়", "মনের কথা", "উপলব্ধি"। তাঁর কর্মকান্ড বা তাঁর সম্পর্কে আর্টিকেল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে দৈনিক প্রকাশিত প্রথম সারির সংবাদপত্র হতে অন্যান্য সংবাদপত্র যেমন - কলকাতা হতে "আনন্দবাজার পত্রিকা", "পুবের কলম", "আপনজন", "আর্থিক লিপি", " দিনদর্পণ", "সুখবর", "নতুন গতি" প্রভৃতি। শিলিগুড়ি হতে দৈনিক প্রকাশিত "উত্তরের সারাদিন", বর্ধমান জেলা থেকে "আনন্দ বাংলা" সংবাদপত্র, নদীয়া জেলা থেকে দৈনিক সান্ধ্য প্রকাশিত "নির্ভিক কন্ঠ", মুর্শিদাবাদ হতে সাপ্তাহিক সংবাদপত্র "ঝড়", "গণকণ্ঠ", "মুর্শিদাবাদ বার্তা", "নিউ স্পোর্টস ম্যান", "বহরমপুর টাইমস্", "মুর্শিদাবাদ আরশি" সংবাদপত্র সহ অনেক পত্রিকায়, এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা হতে প্রকাশিত সংবাদপত্র যেমন- "আজকালের আলো", বাংলাদেশ সংবাদ প্রতিদিন", "দৈনিক দেশচিত্র", "সমতট", "জাতীয় নব দিগন্ত", "দৈনিক হালচাল", "দৈনিক বিকাল বার্তা", "দৈনিক মাতৃভূমি", "দৈনিক স্বদেশ বিচিত্রা", "দৈনিক মুক্তির লড়াই", "দৈনিক দেশগ্রাম প্রতিদিন", ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত গাজীপুর জেলা থেকে প্রকাশিত "ডেইলি গাজীপুর অনলাইন", কিশোরগঞ্জ জেলা থেকে "নবযাত্রা" সিলেট বিভাগের অন্তর্ভুক্ত "সিলেট আই নিউজ", সুনামগঞ্জ জেলা থেকে "দৈনিক প্রচেষ্টা নিউজ" সংবাদপত্র, খুলনা বিভাগের অন্তর্ভুক্ত নড়াইল জেলা থেকে "দৈনিক নারী জাগ্রত", যশোর জেলা হতে "কলম কথা", কুষ্টিয়া জেলা হতে "দৈনিক বাংলাদেশ বার্তা", বরিশাল বিভাগ থেকে "দৈনিক বাংলাদেশ পত্র", "স্বাধীন বাংলা", "দৈনিক কাল ডাক" সংবাদপত্র, চট্টগ্রাম বিভাগ থেকে "দৈনিক ভোরবেলা নিউজ ২৪" সংবাদপত্র। রংপুর বিভাগের গাইবান্ধা জেলা হতে "দৈনিক ঘাঘট" সংবাদপত্র।এছাড়া সিঙ্গাপুর হতে প্রকাশিত "বিবিসি মর্নিং লাইভ", লন্ডন যুক্তরাজ্য হতে দৈনিক প্রকাশিত "তাড়াস টাইমস", "দৈনিক ৭১ প্রজন্ম বাংলা", "সোনালী সময়", প্রভৃতি সংবাদপত্রে একাধিকবার প্রকাশিত হয়েছে। ভারতের আকাশবানী মুর্শিদাবাদ থেকেও তাঁর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সুন্দর মনের মানুষটির হাতে স্প্যানিশ গীটারও শোভা পায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ