কে এম বেল্লাল
বিশেষ প্রতিনিধি পাথরঘাটা (বরগুনা)
পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু, প্রজনন স্বাস্থ্যসেবায় চাকরি দ্রুত বাস্তবায়নসহ স্থায়ীকরণের দাবি জানিয়েছে নিয়োজিত মাঠ কর্মীরা। আজ শনিবার (২৯শে জুন) সকাল ১১টায় পাথরঘাটা রাসেল স্কয়ারে মাঠ কর্মচারী আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু, প্রজনন স্বাস্থ্যসেবায় মাঠকর্মী পদে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে নবজাতক শিশু সেবা, স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের সেবা ও নরমাল ডেলিভারি, কিশোর-কিশোরী সেবা, নবদম্পতি সেবা, পরিবার পরিকল্পনা রোধকল্পে বাস্তবায়ন ও মৃত্যু তালিকা প্রণয়ন এবং বিভিন্ন মাঠ পর্যায়ের সেবা দিয়ে আসছি।
মানববন্ধনে অংশ নেওয়া মিরা রায় বলেন, বর্তমানে এই চাকরি আমাদের পরিবার নিয়ে বাঁচার একমাত্র অবলম্বন। কিন্তু পূর্বে ঘোষণা ছাড়া আমাদেরকে হঠাৎ চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ সাত বছর যাব এ চাকরির মাধ্যমে আমাদের সংসার বা পরিবার নিয়ে ভালই দিন কাটত। কিন্তু হঠাৎ আমাদের চাকরি থেকে অব্যাহতি দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এখানে আমরা যারা চাকরি করি তাদের সরকারি চাকরির বয়স নেই, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে দাবি থাকবে আমাদের এ চাকরিকে স্থায়ীকরণের জন্য জোর অনুরোধ রইলো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ