কে এম বেলাল,
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে তিন শিক্ষার্থীসহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর ১ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি ৩ জনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার ( ১ অক্টোবর) দুপুরে টানা এক ঘন্টার বজ্রবৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাত হয়েছে। চরদুয়ানি ইউনিয়নে তাফাল বাড়িয়া সালিহিয়া মাদ্রাসার তিনজন শিক্ষার্থী বজ্রপাতের বিকট শব্দে জ্ঞান হারিয়ে ফেলেন ও পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের রাসেল ফরাজী নামের একজন জেলে কাজ করার সময় বজ্রপাতে তার পিছনের অংশ পুড়ে যায়।
আহতরা হলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের খালেক ফরাজির ছেলে রাসেল ফরাজি (৩৫), চরদুয়ানি ইউনিয়নের তাফাল বাড়িয়া সালেহিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা(১৩), ইয়াসমিন (১৪), মোসা: ইয়ানা (১৪)
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা গ্রামে ট্রলারের কাজ করতেছিল রাসেল ফরাজী। হঠাৎ বজ্র বৃষ্টি শুরু হলে তিনি কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত তার শরীরের পিছনের অংশে লেগে পুড়ে যায়। তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়। চরদুয়ানি ইউনিয়নে তাফালবাড়িয়া মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতের বিকট শব্দ মাদ্রাসার তিনজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। তারা বর্তমানে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ রানা কালবেলাকে বলেন, দুপুরে হঠাৎ এক ঘন্টার টানা বজ্রবৃষ্টির পরে স্বাস্থ্য কমপ্লেক্সে আহত মোট চারজনকে আনা হয়েছে। তাদের মধ্যে শিক্ষার্থী তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি একজন ছেলেকে বরিশাল রেফার করা হয়েছে তার পিছনের অংশ পুড়ে গেছে।