কে এম বেল্লাল
পাথরঘাটা (বরগুনা),
পাথরঘাটায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও মঠবাড়িয়া থেকে পাথরঘাটা গামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার ড্রাইভারসহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল দশটার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছেরখাল ও মুন্সিরহাটের মাঝামাঝি বটতলা মন্ডল বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, অটোরিক্সার চালক মো. আলি হোসেন (৫৫) এবং যাত্রী নজরুল ইসলাম (৪৮)। দুইজনেরই বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোকলাপাশা ৫ নম্বর ওয়ার্ডে।
জানাযায়, বটতলা থেকে মুন্সিরহাট যাওয়ার জন্য অটোরিক্সায় রওনা দিলে মঠবাড়িয়া থেকে আসা মেহেদী ক্লাসিক নামের একটি লোকাল বাস হঠাৎ করে রিক্সায় ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিক্সার চালকসহ যাত্রী আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নাসির উদ্দিন বলেন, আহত দুইজনের মধ্যে একজন অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এবিষয় পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে আহতদের জবানবন্দী নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ