আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
জকিগঞ্জ গার্লস হাইস্কুলের আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজ হাতে খাবার তুলে দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলীম মিতু। তার হাত থেকে অনেক শিশুরা আনন্দচিত্তে খাবার গ্রহণ করে, মতাময়ী মায়ের মত নিজ হাতে হাসিমুখে শিশুদে মাঝে খাবার বিতরণ করেন। সাথে ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত। তাকেও খাবার বিতরণের সময় উৎফুল্ল দেখা যায়।
বিশিষ্ট সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব মুহিত আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহমদ,পুলিশ কনেস্টবল মুমিনুল ইসলামসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।