ইমরান সরকার :- গাইবান্ধা সদর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রাইভেট কারের ধাক্কায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করছেন। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারসহ চালক আটক আছে থানায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রহিমা বেগম সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের কোমরপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওই রাস্তা পার হচ্ছিলেন। এই সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশে দেয়।
আহত রহিমাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আটক প্রাইভেট কারটি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলীর।
আটক চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কথা বলতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ