"পানি লাগবে কারো পানি"
সেলিনা সাথী
মীর মুগ্ধ নামের সেই ছেলেটি,
একদিনও ভাবেনি যে তার
জীবন এমন রূপ নেবে কখনো,
তাঁর হৃদয়ের গভীরে ছিলো শুধুই
সহানুভূতি আর মহানুভূতি
সহপাঠীদের তৃষ্ণা মেটানোর ইচ্ছা।
শিক্ষার্থী আন্দোলনের তপ্ত রোদে,
তপ্ত স্লোগানে, তপ্ত বিপ্লবে,
তাঁর হাতগুলো বয়ে আনছিলো
একটু খানি শান্তির প্রতীক—
পানি আর বিস্কুট সেই অসীম
সহানুভূতির প্রতীক।
তাঁর মুখে একটাই প্রশ্ন,
"পানি লাগবে কারো পানি" ?
একটা অমৃতের মতো শব্দ,
যা মুছে দেয় দুঃখ, বেদনা, তৃষ্ণা।
কিন্তু এই সহানুভূতির পথেই,
মুগ্ধকে থামিয়ে দিলো বুলেটের নিষ্ঠুরতা,
যে বুলেট কেড়ে নিলো তার প্রাণ,
তবু তার সেই শেষ শব্দ,
"পানি লাগবে কারো পানি ?"
থেকে গেলো এক চিরন্তন প্রতিধ্বনি হয়ে।
মৃত্যুর কিছুক্ষণের আগেও,
তাঁর মুখে ছিলো মানবতার আহ্বান,
তাঁর চোখে ছিলো সহানুভূতির আলো,
তাঁর প্রাণে ছিলো অপরিসীম সাহস।
মীর মুগ্ধের এই ত্যাগ,
শিক্ষার্থী আন্দোলনের উজ্জ্বল
নক্ষত্র হয়ে রইলো,
তার সেই শেষ বাক্য,
"পানি লাগবে কারো পানি ?"
একটি অমর গান হয়ে বেজে চললো।
তাঁর এই ত্যাগের কাহিনী,
আমাদের মনে করিয়ে দেয়,
সহানুভূতি, ভালোবাসা, আর ত্যাগের শক্তি,
যা একদিন ইতিহাস হয়ে যাবে,
কিন্তু হৃদয়ে থেকে যাবে চিরকাল।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ