,,,,,আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার,,,,
পাবনার আমিনপুরে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাবুকে আটক করেছে। সে সুজানগর উপজেলার আমিনপুর থানার কেষ্টপুর সাগর কান্দি গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে।
৬ই জানুয়ারি সোমবার রাত ১২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত আমিনপুর থানা এলাকার সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয় ১ নলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।
অভিযানে নেতৃত্ব থাকা মেজর শরিফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় আনুমানিক ৪৫ সদস্যর একটি সশস্ত্র চৌকস টিমসহ সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী বাবু ওরফে কবির কাঙ্গাল বা জাইরা বাবুকে এক নলা একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবু সে বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় খুন, ডাকাতি, অপহরণ,হাটবাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে বলে জানাযায়।
সুজানগর ও আমিনপুর থানায় একাধিক মামলা সহ ১৭ টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়টি নিশ্চিত করেন আমিনপুর সুজানগরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রবিউল ইসলাম।
পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী বাবুকে আমিনপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে জেলা হাজতে প্রেরণ করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ