রিমন হোসেন ঈশ্বরদী প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন
আগামী ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তার পরিকল্পনার অংশ হিসেবে সিপিসি-২, পাবনা, র্যাব – ১২ এর কোম্পানি কমান্ডার মোঃএহতেশামুল হক খানের নেতৃত্বে পাবনা জেলায় পরিচালিত কার্যকারিতা পাবনা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে ৪ টার সময় পাবনা কুষ্টিয়া অভিমকে লালন শাহ সেতু পূর্ব পাড়ে টোল প্লাজা সংলগ্নে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় অবিচার কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন।