,,,,আলমগীর হাসানের স্টাফ রিপোর্টার,,,,,
পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত জুলকার লাইনের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলাধীন নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা স্বরপ পারবারিক কবরস্থান থেকে তার লাশটি উত্তোলন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১০ম শ্রেণিতে পড়ুয়া জুলকার নাইন।
উল্লেখ্য, জুলকার নাইন সাভারের পলাশবাড়ি জেএল মডেল স্কুল অ্যান্ড কলেজে ১০ শ্রেণির ছাত্র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবরে সেদিন সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে মিছিলে যোগ দেন জুলকার নাইন। বিকেল ৫ টার দিকে জুলকারের বন্ধুরা তার বাবার মোবাইল ফোনে জানায়, তাঁর ছেলের গলায় গুলি লেগেছে, তাঁকে দ্রুত এনাম হাসপাতালে আসতে বলে তারা। পিতা আব্দুল হাই হাসপাতালে গিয়ে দেখেন, তাঁর ছেলের নিথর দেহ পড়ে আছে। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়।
গত ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সকাল ৯ টার দিকে সাঁথিয়ার স্বরপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ