জকিগঞ্জ (সিলেট)
প্রতিনিধি।
আজ রাত ৮:৩০ মিনিটের সময় জকিগঞ্জ বাজারে পারিবারিক কলহের জেরে রুবেল আহমদ জুবেল (৩৮) ছুরিকাহত।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়,আহত রুবেল আহমদ জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের-গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ (২৩) জকিগঞ্জ পুরাতন লঞ্চঘাট রোডের সেবা বস্ত্রালয়ের সামনে আনুমানিক রাত ৮ টা ২০ মিনিটের সময় রুবেল আহমদ জুবেল কে উপর্যুপুরি ছুরি দিয়ে রক্তাক্ত করে চলে যায়। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন এসে জকিগঞ্জ হসপিটালে নিলে হসপিটাল কর্তৃপক্ষ রুগীর অবস্থা মারাত্মক দেখে সিলেট ওসমানী মেডিকেলে পাঠিয়ে দেয়।
রাত ১০:৩০ মিনিটের সময় সাজু আহমেদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।