ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার কিশামত হামিদ গ্রামের বাসিন্দা নুরী আক্তার। বাবার দেয়া পৈত্রিক ও কিছু ক্রয়কৃত জমিতে বসতবাড়ি করে দীর্ঘদিন থেকে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।
প্রতিবেশী আব্দুর রউফ গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৫ই অক্টোবর দুপুরে আব্দুর রউফ মিয়া সহ তার লোকজন নুরী আক্তারের বাড়িতে প্রবেশ করে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ১টি ভ্যান, প্রতিবন্ধী ছেলের হুইল চেয়ার, ১টি খড়ের পালা ও ১টি ঘরে অগ্নি সংযোগ করে প্রায় ৫৬ হাজার টাকা ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেন নুরী আক্তার ।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের হকার্স মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অগ্নি সংযোগের ঘটনায় গাইবান্ধা আদালতে একটি সি আর ( ৭১/২৩) মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মামলাটি করার পর থেকেই প্রতিপক্ষ আ: রউফ, জুয়েল মিয়া সহ তার অন্য সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলা তুলে নেয়ার জন্য আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবার অনিরাপদ অবস্থায় বাড়িতে বসবাস করছি। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, নুরী আক্তারের স্বামী বাবলু মিয়া সহ আরো অনেকে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ