হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ মানে ভালোবাসাবাসি। মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ। ঈদের উৎসব ভাগাভাগি করে নিতে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন, ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
৯ এপ্রিল, ২০২৫ ইং, বুধবার কালাই উপজেলার, পুনট ইউনিয়নের পাঁচগ্রামে উক্ত ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ঈদের আনন্দ বিনিময় করা হয়। উক্ত নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে কাছে পেয়ে এলাকার জনগণ তাদের দীর্ঘদিনের জমানো ভালবাসা বিনিময় করার মাধ্যমে আবারও উক্ত আসনের সংসদ সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে দেখতে চান।
৭নং ওয়ার্ড বিএনপি নেতা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এফতাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনর রশীদ হারুন এপিপি, জেলা আইনজীবী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. রুহুল আমিন ফারুক এপিপি, পুনট ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন তালুকদার, আমিনুর রহমান বুলু, মোস্তাক আহমেদ রিপন, মেহেদী হাসান, হালিম, সানোয়ার হোসেন, জিয়া সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।