সিলেট বিভাগীয় ব্যুরো:: মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)র অভিযানে গত এক বছর সিলেটের দক্ষিণ সুরমা ও উত্তর সুরমার সকল জুয়ার আস্তানায় ধারাবাহিক অভিযান চালিয়ে খেলার সামগ্রীসহ জুয়ারীদের গ্রেপ্তার করে একদিকে জুয়ারীদের মনোবল ভেঙ্গে দেয় অন্যদিকে অবৈধ জুয়ার প্রতারণা বন্ধ করে
দিয়েছিলো। ফলে জুয়ারীরা প্রতারণা করতে সাহস হারিয়ে তাদের অবৈধ জুয়া গুটিয়ে নেয়।
কিন্তু সরকার পতনের পর পরিবর্তীত পরিস্থিতির কারণে পুলিশের কর্মতৎপরতা না থাকায় আবারও সিলেটের আনাচে কানাচে গড়ে উঠেছে জুয়ার জমজমাট প্রতারণা। ফলে চিহ্নিত বিভিন্ন জুয়ার আস্তানা গুলোতে এখন জুয়ার মহোৎসব চলছে। এসব জুয়ায় নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষ টুকাই থেকে শুরু করে ছাত্র, যুবসমাজ, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক,ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাসার কাজের ভুয়াও অতি লোভে বিশী টাকা পাওয়ার আশায় তাদের সারা দিনের আয় জুয়া খেলে প্রতারিত হচ্ছে। ফলে এসব সাধারণ মানুষ বাড়ীতে ফিরছে খালি হাতে। পরিবারে চলছে ঝগড়া বিবাদ, অশান্তি। পরিবারের শান্তি ফিরিয়ে আনতে জুয়ায় প্রতারিতরা জড়িয়ে পরছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে। এখই যদি সম্মিলিতভাবে এসব জুয়া বন্ধ করা না যায় তাহলে আরো ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর যেখানে জুয়া চলে সেখানে মাদক ও অসামাজিক কার্যকলাপতো রয়েছেই। স্থানীয়রা এসব জুয়ার প্রতারণা, মাদক ব্যবসা বন্ধে থৌথবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)'র তৎপরতা বাড়াতে মহানগর পুলিশ কমিশনারে দৃষ্টি আকর্ষন করেন।
চিহ্নিত জুয়ার আস্তানা গুলো হচ্ছে মহানগরীর উত্তর সুরমার সোবহানীঘাট টেডসেন্টার কাচাবাজারের পিছনে সাইফুলের আস্তানা, চালিবন্ধর ল কলেজ সংলগ্ন হোসেনের আস্তানা, কালীঘাট বস্তাপট্টিতে শরীফের আস্তানা, কালীঘাট পিয়াজ পট্টিতে মিজানের আস্তানা, কাজীরবাজার মাছবাজার সংলগ্ন পারভেজের আস্তানা, তালতলা নন্দিতা সিনেমাহল সংলগ্ন আস্তানা,বেতের বাজার আস্তানা, চৌকিদিঘী আস্তানা, কালাপাথর মাঠ আস্তানা, বালুচর নয়াবাজার আস্তানা, দক্ষিণ সুরমার বালুর মাঠে বাচনের আস্তানা, নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশ মূখে নজরুলের আস্তানা, চান্দিঘাট মাছবাজারে সাইফুলের আস্তানা, জিঞ্জিরশাহ মাজার সংলগ্ন বাশপালা মার্কেটে কাশেমের আস্তানা,বাঁশ পালা মার্কেট মেতর পট্টিতে অন্তরের আস্তানা,মেতর পট্টিতে রহিমার আস্তানা, রেলওয়ে হাসপাতাল গেইটে জামালের আস্তানা, মার্কাস পয়েন্টে লাকসামী ফারুকের আস্তানা, পুরাতন রেলওয়ে স্টেশনে রাজন ও সোয়েব এর আস্তানা এবং কুচাইয়ে হারুনের আস্তানা।
এসব আস্তানায় প্রকাশ্যে দিবালোকে চলে জুয়ার রমরমা প্রতারণা। প্রতিদিন বিকাল ৩টা থেকে মধ্যেরাত পর্যন্ত চলে রমরমা জুয়ার আসর।
অতীতে এসব আস্তানা থেকে পুলিশের বিরুদ্ধে দৈনিক ভিত্তিতে জুয়ার বোর্ড থেকে বখরা নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এখন পুলিশের তৎপরতা না থাকা এবং নিরব ভূমিকার কারণে বেপরোয়া জুয়ার প্রতারণা চলছে। চলবে
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ