নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলাসহ আত্মস্বীকৃত সন্ত্রাসী ব জিয়াউর রহমান জিয়া ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করার সংবাদ পায় কোস্টগার্ড। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে এ এলাকায় যৌথ অভিযান চালায়।
অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি। আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
এইদিকে আটক কৃত জিয়াউর রহমানকে নিরপরা দাবি করে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহেশখালীর শতো শতো নারী পুরুষ।
বৃহস্পতিবার ভোর সকাল হতে মহেশখালীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন রাজনীতিকসহ সহ স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিক্ষোভ সমাবেশে উত্তেজিত জনতা জিয়াউর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে আল্টিমেটাম দেয়। ছেড়ে দেয়ার দাবি জানান৷
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ