নিজস্ব প্রতিনিধি, ভোলা:
ভোলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অদ্য ২৩ জুন (রোববার) বিকেল ৪ ঘটিকার সময়ের দিকে নৌ- থানার মধ্যে এ ঘটনা ঘটে।
তবে জানা যায়, সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাওয়া তথ্য মতে জানা গেছে, বিকেল ৪ টার দিকে ডিউটির উদ্দেশে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত মিস ফায়ারের ঘটনা ঘটে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিচ্ছেন না।
তবে গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মোঃ মোক্তার হোসেন, তিনি ইলিশা নৌ-থানায় কর্মরত আছেন।