মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন । আন্দোলনকারীরা পুলিশের পিকভ্যানে আগুন ধরিয়ে দেয়। রোববার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দফায় দফায় আন্দোলনকারী,পুলিশ ও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ দু’জন হলেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ডের সভাপতি আল নাহিয়ান প্রিন্স (৩৫)। প্রিন্স পৌরসভার আলাদাতপুর এলাকার আবু বক্কার মোল্যার ছেলে। অপর গুলিবিদ্ধ গোলাম রসুল খান (৭০) সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক। রসুল খান ওই ইউপি সদস্য আব্বাস খানের বড়ভাই। জানা যায়, রোববার সকাল থেকে নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার মাদ্রাসা ও মালিবাগ এলাকায় হাজার হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জমায়েত হতে থাকে। বেলা ১১টার দিকে তাঁরা শহর সংলগ্ন শেখ রাসেল সেতু হয়ে শহরে প্রবেশের চেষ্টা চালায়।পুলিশ আন্দোলনকারীদের ঠেকাতে সেতুর পূর্বপার্শ্বে গিয়ে অবস্থান নেয়। এরপর আওয়ামী লীগ,ছাত্রলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছাত্র আন্দোলনকারীদের দিকে এগিয়ে যায়। বেঁধে যায় ত্রিমূখী সংঘর্ষ। পুলিশ দফায় দফায় টিয়ারসেল নিক্ষেপ ও শর্টগান দিয়ে গুলি ছুড়তে থাকে। ত্রিমূখী সংঘর্ষ চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল নাহিয়ান প্রিন্স গুলিবিদ্ধ হন। এছাড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল (২৫), রুপালী বেগম (৫০), সৌরভ রায় (৩৩),মাহমুদুল হাসানসহ (৩৪) কমপক্ষে ১৯জন আহত হন। পরে দুপুরে মাদ্রাসা বাজার এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় ৩ পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়। এ খবর পেয়ে শেখ রাসেল সেতুর পূর্ব পাশে অবস্থানরত পুলিশ সদস্যরা মাদ্রাসা এলাকায় গিয়ে টিয়ারসেল নিক্ষেপ ও শর্টগানের গুলি ছুড়তে থাকে। তখন বাড়িতে অবস্থান করা কৃষক গোলাম রসুল খান বুলেটবিদ্ধ হন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তবে তাঁরা কোথায় চিকিৎসা নিয়েছেন কিংবা ভর্তি হয়েছেন তা জানা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ রিয়াজ মাহমুদ মিশাম জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত-শিবিরের লোকজন অবৈধ অস্ত্র নিয়ে হামলা চালালে প্রিন্স গুলিবিদ্ধ হন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ছাত্র আন্দোলনের নামে বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ ঘটনা নিয়ন্ত্রনের জন্য ১৫০ রাউন্ড শর্টগানের গুলি এবং ৬০ রাউন্ড টিয়ারশেলের গুলি বর্ষণ করা হয়। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীদের ইটের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ