স্টাফ রিপোর্টার: নেত্রকোণার পূর্বধলায় ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন— ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী আকন্দ, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুম হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, মোঃ নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন বকুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আসন্ন রমজান মাসের চিন্তা নিয়ে বিগত ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চের গৃহীত কর্মসূচিই বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।