নিজস্ক প্রতিনিধি: ২০ বছরের চলাচলের রাস্তার উপর ঘর বেঁধেছে নুরুল ইসলাম, চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা'র পূর্বধলা উপজেলায় ০৯ নং খলিশাউর ইউনিয়নের খলিশাউর পূর্ব পাড়া গ্রামের চলিতা বাড়িতে। ভূক্তভোগীদের ভিডিও অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে। খলিশাউর গ্রামের রাস্তা থেকে প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফিট প্রস্থ রাস্তা দিয়ে পূর্ব পাড়া চলিতা বাড়ি সহ এলাকার ৪০ টি পরিবার ও এলাকাবাসী যাতায়াত করে আসছে দীর্ঘ ২০ বছর ধরে। এই রাস্তা দিয়ে মসজিদ, প্রাইমারি স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও যাতায়াত করে। খলিশাউর পূর্ব পাড়া চালিতা বাড়ি এলাকার আলমগীর, জাহাঙ্গীর আলম,ফরিদ মিয়া, মহসিন খান, মো: আব্দুল মান্নান, আবুল হাসেম, হাবিবুর রহমান, আজিজুল হক, চন্দন শাহ ফকির বলেন, কুচক্রী মহলের যোগসাজশে ২০ বছর ধরে চলাচলের রাস্তার উপর ১০ মাস আগে ঘর করেছে নুরুল ইসলাম। দীর্ঘ দিন ধরে সামাজিকভাবে দেন দরবার করেও সে রাস্তার উপর ঘর সরায়নি। উপরন্তু খলিশাউর পূর্ব পাড়া গ্রামের আলিম, আনোয়ার, হাসিম উদ্দিন, মরম আলী, নুর আলী গংরা এলাকায় বিশৃংখলা সৃষ্টির জন্য এই সকল অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, সোয়েন মেম্বার এই ঘটনার নেপথ্যে কাজে উস্কানি দিচ্ছে। তারা আরো জানান, এখানে সরকারি হালট থেকে মাটি কেটে নিয়ে গেছে নুরুল ইসলাম। রাস্তা গাছও কেটে ফেলে দুর্বৃত্তরা। ভূক্তভোগী আলমগীর তাদের ঘর সরিয়ে দিয়ে রাস্তা দখলমুক্ত করার প্রস্তাব ও অনুরোধ করলে তা আমলে নেয়নি কুচক্রী মহল ও নুরুল ইসলাম । দ্রুত রাস্তা টি মুক্ত করতে জোর চাপ দিলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে ৩ ওয়ার্ড মেম্বার সোয়েনের সাথে বারবার মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। ভূক্তভোগী আলমগীর ২০ বছর ধরে চলাচলের রাস্তা টি দখল মুক্ত করে এলাকাবাসী যাতায়াতের সুযোগ করে দেওয়া জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সুদৃষ্টি কামনা করছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ