কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীর বাগচি সাত পাখিয়া গ্রামে শত্রুতা বশত পানের বরজে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ২ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের বাগচি সাত পাখিয়া গোরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আগুনে খোকসার গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল হান্নানের দেড় বিঘা জমির পানির বরজ পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, তিনি ৩ জন দিনমজুরকে নিয়ে তার পানের বরজের উত্তর পাশে কাজ করছিলেন।
এসময় তাদের অবস্থানের অপরদিকে পাটকাঠি ভাঙার শব্দ এবং ধোঁয়া বের হতে দেখেন। এবং একই এলাকার জামাল উদ্দিনের ছেলে রাসেল ও জয়ান শেখের ছেলে মিজানকে আগুনের উৎসের দিক থেকে বের হতে দেখেন। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে রাসেল ও মিজান পালিয়ে যায়।
এবং কিছু সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো পানের বরজে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পানের ২ টি বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তিনি বলেন শত্রুতাবশত: রাসেল ও মিজান তার পানের বরজ পুড়িয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে। এই ঘটনার পর থেকে রাসেল ও মিজান এলাকা থেকে পালিয়েছে বলে জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ