নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ সদরের কচুবনিয়া এলাকায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে আপন ছোটভাইদের সাথে মিথ্যা পাঁইতারা চালাচ্ছে,একই এলাকার মৃত্যু ইব্রাহীম সিকদার এর বড় পুত্র হারুনুর রশিদ প্রকাশ শিবলুর গংরা। প্রতিবাদ করায় ইসহাক নামের এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগও উঠেছে এই গংয়ের বিরুদ্ধে।
গেল ৪ ফেব্রুয়ারি টেকনাফ মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়,বাদী মোঃ ইসমাইল বলেন,মোঃ ইসহাক আমার ছোটভাই,বিবাদীরা খুবই উশৃঙ্খল খারাপ প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।
আমার বাবা মৃত্যু ইব্রাহীম সিকদার এর মৃত্যুর পর আমাদের পারিবারিক সম্পত্তি ভাগবাটোয়ারা না করে জোরপূর্বক করে দখলে নেওয়ার চেষ্টা করে আসছে আমার বড়ভাই হারুন রশিদ প্রকাশ শিবলুর গংরা।
টেকনাফ মৌজার দিয়ারা খতিয়ান নং ২০১৭-৭৯৭-৭৯৮-৭৯৯ এর প্রকৃত মালিক আমার বাবা মৃত্যু ইব্রাহীম সিকদার। আমাদের ওয়ারিশদের বাদ দিয়ে আমার বড়ভাই হারুন রশিদ প্রকাশ শিবলু টেকনাফ ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে নামজারি করার দিয়েছিলো। যার নামজারির মামলা নং ১৫৫১-১৫১৯-১৫১৭-১৫৫৬-১৫৫৭।
এতেই আমরা ওয়ারিশরা ভূমি অফিসে গিয়ে বাধা প্রদান করায় এর পূর্বশত্রুতার জের ধরে গেল ০৪-০২-২৫ইংরেজি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিবাদীরা পরস্পর যোগশাজসে আরও অজ্ঞাতনামা ৩/৪ বিবাদীদের নিয়ে পূর্ব পরিকল্পিত কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার ছোটভাই মোঃ ইসহাক কে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ করে নিয়ে গিয়ে আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে।
২নং বিবাদী ওয়াহেদ সাদেক বাবলুর হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছোটভাইকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। এতে অহত আমার ছোটভাই শোর চিৎকার দিলে স্থানীয়রা আহত ইসহাক কে উদ্ধার করার জন্য আসলে বিবাদীরা হুমকি দেয় এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে বাদীদের গুম খুন করা হবে হুমকি ধমকি দেন।
এ অবস্থায় আহত মোঃ ইসহাক কে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমার ছোটভাই মোঃ ইসহাক কে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেয়।বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে আহত মোঃ ইসহাক এর বড়ভাই মোঃ ইসমাইল বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন,
মৃত্যু ইব্রাহীম সিকদার এর পুত্র হারুনুর রশিদ প্রকাশ শিবলু,ওয়াহেদ সাদেক বাবলু।
বাদী মোঃ ইসমাইল আরও বলেন,
এ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা আমাদের উপর বড়ধরনের হামলা করতে পারে,আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমি প্রসাশনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে অভিযুক্ত হারুনুর সিকদার প্রকাশ শিবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন,মোবাইলে কথা বলা যাবে না,বসে বলতে হবে।