ইমরান সরকার:-গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর পাবলিক টয়লেটের নাম পরিবর্তন করা হয়েছে।
পৌরসভার অধীনে নির্মিত এই পাবলিক টয়লেটের নতুন নামকরণ হয়েছে “হাসিনা পাবলিক টয়লেট” হিসেবে।
স্বৈরাচার হাসিনার প্রতি অভিনব এই প্রতিবাদ জানিয়ে গতকাল ৯ ফেব্রুয়ারী রাতে পলাশবাড়ী উপজেলার ছাত্র-জনতারা একটি ব্যানার টয়লেটের সামনে ঝুলিয়ে দেয়।
ব্যানারটিতে লেখা হয়েছে “খোলা জায়গায় আর না আর না”। তারপর লেখা হয়েছে, ‘নিশ্চিন্তে আসতে পারেন, নিরবিলি পরিবেশে পরিষ্কার করুন নিজেকে’।
এই ব্যানারে নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী জানান, হাসিনা হলেন এই দেশের নিকৃষ্ট একজন সাবেক স্বৈর শাসক। তার নাম এই রকম অখ্যাত জায়গাতেই শোভা পাওয়ার যোগ্য।
একই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ইউসুফ মন্ডল উল্লাসের সাথে কথা হলে তিনি জানান, ফ্যাসিস্ট হাসিনার হাত হাজারো নিরীহ মানুষের রক্তে রঞ্জিত। এই নাম পরিবর্তনের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে, হাসিনা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, আস্তে আস্তে হাসিনার নামে গড়ে ওঠা প্রতিষ্ঠান গুলো থেকে তার নাম নিশানা মুছে ফেলা হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন জনসাধারণ।
উল্লেখ্য, পলাশবাড়ী পৌর পাবলিক টয়লেটটি পলাশবাড়ী প্রেসক্লাব রোডে ২০২৩ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।