স্টাফ রিপোর্টার, মোঃ সাইফুজ্জামান সুমন।
আজ (বুধবার) ১৬ ই এপ্রিল কয়রা উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় । এই সভাটি অনুষ্ঠিত হয় দাতা সংস্থা ওয়ার্ল্ড জিউইশ রিলিফ সহযোগিতায় এবং বাস্তবায়নে প্রত্যাশী এনজিও।
উক্ত প্রকল্প অবহিতকরণ সভাটি সঞ্চালনা করেন আলমগীর হোসেন (ইউনিয়ন ফ্যাসিলিটেটর প্রত্যাশী)ও সভাপতিত্ব করেন মোঃ সোহেল হোসেন (প্রজেক্ট কো- অর্ডিনেটর কাম ইঞ্জিঃ)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুলী বিশ্বাস (উপজেলা নির্বাহী অফিসার কয়রা),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তিয়াক আহমেদ (DPHE),সঞ্জয় কুমার সরকার (কৃষি অফিসার), তপন কুমার সরকার (শিক্ষা অফিসার)।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন প্রত্যাশী এনজিও এর ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মাহমুদা আক্তার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর রেশমা খাতুন এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।