শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ শনিবার (২ নভেম্বর-২০২৪) দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল টেইন এর সহযোগিতায় এবং প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে “জন্মগত ঠোঁট কাঁটা-তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ৩দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অপারেশন ক্যাম্পে জন্মগত ঠোঁট কাঁটা-তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে অপারেশন ও ঔষধ প্রদানসহ হাসপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, থাকার এবং রোগীদের যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে। প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত কাঁটা ঠোঁট ও কাঁটা তালু রোগীদের আমি ও আমার দক্ষ মেডিকেল টিম বিনামূল্যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হাসপাতালে অপারেশন ক্যাম্প পরিচালনা করে আসছি। বিশেষ করে শিশু রোগীরা এই অপারেশনের মাধ্যমে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছে। তিনি আরও বলেন, যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে ইচ্ছুক তারা যেন অবিলম্বে শৈলেন চন্দ্র রায় এর সাথে-০১৭১০-৬০৭১৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। ক্যাম্পে অপারেশনের সময় তাকে সহযোগিতা করেন- ডাঃ মোঃ শামীম হোসেন, ডাঃ মোস্তফা মোঃ আনিসুজ্জামান, ডাঃ নীহার রঞ্জন কুন্ডু, ডাঃ মোঃ আইয়ুব আলীসহ একদল দক্ষ চিকিৎসক টিমের সদস্যরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ