বিশেষ প্রতিবেদক : সংবাদকর্মী শাহানাজ পারভীন একমাত্র মেয়েকে নিয়ে দীর্ঘদিন যাবত বন্দর থানাধীন মাইজপাড়া এলাকায় মানসম্মানের সাথে বসবাস করে আসছিলেন। আজ থেকে ৫/৬ বছর পুর্বে মেয়ের স্কুলে সমস্যার সুবাদে দৈনিক একুশে পত্রিকার বার্তা সম্পাদক, রূপনগর সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠিতা সভাপতি মোহাম্মদ আবদুল্লাহর সাথে পরিচয়। এই পরিচয়ের সুত্রকে কাজে লাগিয়ে মোঃ আবদুল্লাহ শাহানাজ পারভীনকে কাছে টানতে থাকে। প্রথমে শাহানাজকে তার রূপনগর নিউজ ডটকম পত্রিকায় কাজ করার সুযোগ করে দেয়। এরপর শাহানাজ পারভীনের মাধ্যমে মাইজপাড়া শফি ভবনে ঘরভাড়া নিয়ে রূপনগর সমাজ কল্যাণ সমিতি নামে অর্থলগ্নী প্রতিষ্ঠান চালু করেন। উক্ত প্রতিষ্ঠানে শাহানাজ পারভীনকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে পরিচালনা করার দায়িত্ব দেন।প্রতিষ্ঠানটি কিছুদিন চলার পর মোঃ আবদুল্লাহ ব্যাংকের চেক জালিয়াতি মামলার আসামী হয়ে জেলে যান। তখন শাহানাজ পারভীন উক্ত সমিতি সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে সমিতির উন্নতি সাধন করে সমিতিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে দাড় করান এবং আবদুল্রাহকেও জেল থেকে ছাড়িয়ে আনেন।
জেল থেকে ছাড়া পেয়ে আবদুল্লাহ দেখতে পায় তার সমিতিতে গ্রাহকদের আমানত / সঞ্চয় বাবদ বেশ মোটা অংকের টাকা জমা হয়েছে তখন সে ঐ টাকা নিয়ে গা-ঢাকা দেয়। আর এই দিকে শাহানাজ পারভীন টাকার জন্য প্রতিদিন গ্রাহকদের মুখোমুখি হতে হয়। একপর্যায়ে গ্রাহকদের নিকট শাহানাজের বিশ্বাস ভঙ্গ হয়, এবং শাহানাজকে গ্রাহকদের হাতে হেনস্তা হতে হয প্রতিদিন। শাহানাজ পারভীন তার মেয়েকে নিয়ে মাইজপাড়া এলাকায় সকলের কাছে আদরনীয় ও একজন ভাল মহিলা হিসেবে সুনাম ছিল। কিন্তু দুঃখের বিষয় প্রতারক আবদুল্লাহর খপ্পরে পড়ে সে নিজের এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে আমানত রাখা টাকা হারিয়ে আজ সর্বশ্রান্ত। আবার গ্রাহকদের হাতে তার মেয়ে এবং নিজে প্রতিনিয়ত অপমান অপদস্ত হচ্ছে এবং শাহানাজ পারভীন বন্দর থানায় বারবার অভিযোগ করেও ব্যর্থ। এদিকে প্রতারক আবদুল্লাহ ২/৩ মাসের মধ্যে কোনো কল ধরছেনা, তাই জমিদার ও গ্রাহকরা তাদের টাকা না পাওয়া আরো মানুষিক ভাবে অপদস্থ কোরবান ঈদের পর থেকে এই পর্যন্ত একটানা বক্তবুগী শাহানাজ। প্রতারক আবদুল্লাহ গ্রাহকদের টাকা না দিযে গা-ঢাকা দিয়ে বেড়াচ্ছে। এর কি কোন সুবিচার শাহানাজ পারভীন পাবেন না?
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ