স্টাফ রিপোর্টার সাইফুজ্জামান সুমন
কয়রা-খুলনা :
পাইকগাছা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের। বাসিন্দা মারুফা খাতুন, পেশায় একজন চায়ের দোকানদার। তার স্বামী মোঃ ইকবাল হোসেন।পেশায় ভ্যান চালক। গত (১৬-১-২০১৭) তারিখে সেকেন্দারের (৪৯) শত জমি দেওয়ার কথা বলে। চার লক্ষ টাকা নগদ নেয়। সেখান থেকে আজ পর্যন্ত জমি বা টাকা ফেরত দেয়নি। টাকা নেওয়ার সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। মারুফা খাতুন স্বামী ইকবাল হোসেন। মোছাম্মাদ রিহানা পারভীন, প্রতিবেশী। এ সময় প্রমাণ হিসাবে তিনি একটি চেক প্রদান করেন। চেকটি ছিল। বাংলাদেশ কৃষি ব্যাংকের চাঁদখালী শাখার। কিন্তু (২২-৪-২০২৪)তারিখে ব্যাংকে গিয়ে জানতে পারে, তিনি যে স্বাক্ষর করেছিেন, সেটা স্বাক্ষরকারী স্বাক্ষরের সঙ্গে মিলছে না। এ বিষয় বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মারুফা খাতুন ও তার পরিবারের দাবি বিষয়টি যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। এই টাকা দিতে গিয়ে মারুফা খাতুন ও তার পরিবারকে। কয়েকজনের কাছ থেকে হাওলাত করে এই টাকা সেকেন্দারকে দেয়। সরকারের কাছে দাবি দ্রুত সে যেন ন্যায় বিচার পায়। এই দাবি মারুফা খাতুন ও তার পরিবারের।