হাসান আলী: জামালপুর প্রতিনিধি: ৬ ই ফেব্রুয়ারী ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯:৩০ মিনিটের সময় এক দীর্ঘ বর্ণাঢ্য রেলির আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা।
৬ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটের সময় কোরআন তেলাওয়াতের পর ইসলামী ছাত্রশিবির জামালপুর আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি শামসুদ্দিন সুলাইমান এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে জামালপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠ থেকে, জেলা সভাপতি জনাব আবু বকর সিদ্দিক এর দিক নির্দেশনা দিয়ে রেলি শুরু করেন। রেলি টি সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে শুরু হয়ে বকুলতলা মোড় দিয়ে শফি মিয়ার বাজার হয়ে শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তা দিয়ে বিজয় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এড. সুলতান মাহমুদ, এড. আছিমুল ইসলাম, মাওলানা মোকাদ্দেস আলী ও হযরত শাহজালাল (র) ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল সহ অন্যান্য। এতে সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছয়জন ভাইয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন। এই সংগঠন এখন শুধু জন নয়, ছয় শত নয়, ছয় হাজার নয়, লক্ষাধিক মানুষের আস্থা এবং ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে। তাঁরা বলেন যারা ইসলামী ছাত্রশিবিরকে শেষ করে দিতে চায়, তারাই শেষ হয়ে যাবে। ইসলামী ছাত্রশিবির কখনো শেষ হবে না। যারা শেষ করতে চেয়েছিল তারাই শেষ হয়ে গেছে। বক্তারা আরো বলেন ৫ই আগস্ট ফ্যাসিস্টের বিদায় না হলে আজকে আমরা প্রকাশ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারতাম না। সর্বশেষ জামালপুর জেলা সভাপতি জনাব, আবু বকর সিদ্দিক এর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়।