দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল, প্রদীপ প্রজ্জ্বলন, চেতনার গান ও কবিতা আবৃতির মধ্য দিয়ে স্পন্দিত হৃদয়ে ২১ অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সকল সদস্যগণ অংশ গ্রহন করেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বর্ণমালার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।