দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণার সদর উপজেলার ২৫জন নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি অধিদফতরের উদ্যোগে এই ল্যাপটপ দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, তথ্য ও প্রযুক্তি অধিদফতরের উদ্যোগে হার পাওয়ার প্রকল্প বাস্তবায়নে ওমেন ই—কমার্স প্রফেশনাল প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলার ২৫জন নারী উদ্যোক্তাকে। এসব প্রশিক্ষণার্থীদের সবাইকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়। সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু বলেন, নারী বান্ধব এই সরকার নারীর ক্ষমতায়ন, মর্যাদাসহ স্বাবলম্বী করতে জোর চেষ্টা চালাচ্ছে। দেশের অর্ধেক জনসংখ্যা নারীর সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে বলেন সংসদ সদস্য।