তোফায়েল আহমদ সিলেট বিভাগীয় ব্যুরো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট সদর উপজেলায় সুপেয় পানির জন্য প্রায় ১৮৯ কোটি টাকা ব্যয়ে ১৪৪৬টি সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বন্যা আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সেতু কালভার্ট তৈরি হয়েছে। সরকারের এ সাফল্য ধরে রাখতে হলে দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। শনিবার ০৪ নভেম্বর শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘সিলেট সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন, রবি শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনার মন-প্রাণ দেশের জনগণের উন্নয়নের জন্য নিবেদিত। জনগণের জীবন মানের উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা সেবা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই তাঁর অন্যতম কাজ। তাঁর এ মহতী কাজ ও সূদরপ্রসারী চিন্তাভাবনার জন্য তিনি দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর এ সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড মহামারী ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জন্য বিশ্বে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও দারিদ্র্যতা বৃদ্ধি পেয়েছে। সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রিত রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রায় ৫০ লক্ষ পরিবারকে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি দেওয়া হচ্ছে। এছাড়াও সরকার ভর্তূকি দিয়ে কম টাকায় টিসিবি’র মাধ্যমে পণ্য সরবারহ করছে।
তিনি আরো বলেন, সরকারের সঠিক ব্যবস্থাপনার কারণেই মহামারী ও দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে, দেশের মানুষের আয় রোজগার বৃদ্ধি পাচ্ছে এবং তুলনামূলকভাবে অন্য যেকোনো দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি।
সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা দলমত নির্বিশেষে দেশের অবিচ্ছেদ্য অংশ। তাঁরা লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাঁদের জীবনমানও হুমকির মুখে পরছে। আমরা এমন রাজনীতি ও এমন বাংলাদেশ চাই না। আমরা চাই সম্প্রীতি, বন্ধুত্ব, শোষণমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাদেশ বিনির্মাণ অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ