মো. রাসেল শেখ, (নড়াইল জেলা)প্রতিনিধি:
কালিয়া উপজেলার চাপাইল মুলশ্রী বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিা নির্বাচন বন্দ করে যড়যন্ত্রমূলক ভাবে গোপনে এডহক কমিটি গঠনের অভিযোগে প্রধান শিক্ষক মোসা. মাহফুজা বেগমের অপসারনসহ এডহক কমিটি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনববন্ধন শুরু করলে তাদের সাথে বিদ্যালয় এলাকার বাগুডাঙ্গ্, মুলশ্রী, চাপাইল ও চরমধুপুর গ্রামের বাসিন্দারাও অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান ফটক আটকে চাপাইল-তেরখাদা সড়কে সকাল ১১ টায় শুরু হয়ে ঘন্টাব্যপি চলা এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দশম শ্রেনীর তামিম কাজী, মালিকা মমতাজ, নবম শ্রেনীর আনিকা ফেরদৌসী ও অষ্টম শ্রেনীর সায়মা ইসলাম, মৌমিতা ইসলাম, সাথীয়া আক্তার, আরমিনা খানম, ও রাশিদুল ইসলাম দিপু প্রমূখ।
এছাড়া নব গঠিত এডহক কমিটির সদস্য মো. কামরুজ্জামান (হিটু)সহ অভিভাবকদের মধ্যে মো. জামিল হোসেন শেখ, নুর আলম কাজী, মো. সেলিম শিকদার, ও মহিবুল শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন, উপজেলার প্রাচীনতম এই বিদ্যালয়টিতে প্রতিষ্ঠালগ্ন ১৯৫২ সাল থেকে শান্তিপূর্ন ভাবেই পরিচালনা কমিটি গঠিত হয়ে আসছে। গত ১৬ জানুয়ারী বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য অভিভাবক শ্রেনীর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রিজাইডিং অফিসার নিয়োগ করে গত ১৬ জানুয়ারী নির্বাচনের দিন ধার্য করা হয়।তফশীল অনুযায়ী অভিভাবক শ্রেনী ও দাতা শ্রেনীর সদস্য পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গত বছরের ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাছাই না করে প্রধান শিক্ষক উর্দ্ধতন কতৃপক্ষের দোহাই দিয়ে বাছাই কাজ বন্দ করে পরবর্তীতে জানাবেন বলে মনোনয়ন জমাদানকারি সদস্য পদের প্রার্থীদের জানিয়ে দেন।
এরপর গত ১৯ মার্চ প্রধান শিক্ষক মনোনয়ন পত্র জমা দানকারি সদস্যপদ প্রার্থীসহ স্থানীয়দের জানান যে, বিদ্যালয়ের পরিচারনার জন্য বাগুডাঙ্গা গ্রামের মো. বায়েজিদ মোল্যাকে সভাপতি করে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা অভিযোগ করে আরও বলেছেন, প্রধান শিক্ষক তার পছন্দের ব্যাক্তিকে সভাপতি বানানোর জন্য চলচাতুরীর মাধ্যমে অতি গোপন ভাবে এডহক কমিটি গঠন করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিণষ্টসহ স্থানীয় আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। যে কারনে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারনসহ এডহক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
নবগঠিত এডহক কমিটির সদস্য মো. কামরুজ্জামান (হিটু) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাকে এডহক কমিটিতে সদস্য করার বিষয়ে তিনি কিছুই জানেন না। একটি শান্তিপূর্ন নির্বাচন বন্দ করে প্রধান শিক্ষক যে হীন ষড়যন্ত্র করেছে তা তিনি সমর্থন করেন না। তিনি এডহক কমিটির পদ থেকে ইস্তফার ঘোষনা দিয়ে সেটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারন দাবি করেছেন।
প্রধান শিক্ষক মোসা. মাহফুজা বেগম কাউকে না জানিয়ে ইউএনওর সম্মতি নিয়ে এডহক কমিটি গঠনের জন্য নাম প্রস্তাব করেছেন। সেই ভাবেই এডহক কমিটি গঠিত হয়েছে বলে স্বীকার করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের এই মানববন্ধনের ঘটনায় তিনি দু:খ প্রকাশ করেছেন।
এডহক কমিটির সভাপতি মো. বায়েজিদ মোল্যা বলেছেন, তার কোন দোষ নেই। তাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি রাজনৈতিক ষড়য়ন্ত্রেও শিকার বলে দাবি করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ