স্টাফ রিপোর্টার :নুর নবী: মানামা – আজ বুধবার ২৭ই মার্চ ২০২৪ বাহরাইনের রাজধানী মানামাতে প্রায় এক হাজার প্রবাসীদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাহরাইন শাখা। এছাড়াও মানামা বাঙালি গলিতে অবস্থিত মসজিদে মুসল্লিদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল সূত্রধরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান। প্রাধান বক্তা ছিলেন যুবলীগ এর সহ সভাপতি কালাম মজুমদার
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন মুসু,যুগ্ম সম্পাদক এমরান হোসেন সরকার। শরীফুল ইসলাম,মাসুদ ভূইয়া, মিজানুর রহমান, শাহাবুদ্দিন চৌধুরী, সেলিম আহমেদ, হুমায়ুন কবির, সোহেল ভূইয়া,মোঃ মঞ্জু, জসিম উদ্দিন, কুব্বাত বেপারি, সহ প্রমুখ।
ইফতার বিতরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন এমরান হোসেন সরকার। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।