মোহাম্মদ ছিদ্দিক
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি ।
সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়ন পশ্চিম গাঁঠিয়া ডেংগা সাত নাম্বার ওয়ার্ডের হাজী লাল মিয়া বাড়ির সকলের প্রিয় মুরব্বি শ্রদ্ধাভাজন ব্যক্তি পল্লী চিকিৎসক ডাক্তার সৈয়দুর রহমান ১৩/০৭/২০২৪ ইং রোজ শনিবার দুপুর ১২,১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল ফরমায়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ডাক্তার সৈয়দুর রহমানের মৃত্যুতে ওনার নিজ এলাকা এবং পাশ্ববর্তী এলাকায় ও শোকের ছায়া নেমে এসেছে সমাজিক রাজনৈতিক পেশাজীবি সহ সবাই শোক প্রকাশ জানিয়েছেন ডাক্তার সৈয়দুর রহমানের মৃত্যুতে। এমন একজন জনদরদী সমাজ দরদী মানবিক মানুষ কে হারিয়ে সবাই হতবাক তবে সৃষ্টি যখন হয় মৃত্যু অবধারিত যা মহান রাব্বুল আলামীনের কাছ থেকে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে তাই সবাই কে ধৈর্য ধারন করার বিকল্প নাই পাশাপাশি ওনার আত্মার শান্তি কামনা করে দোয়া করার ও বিকল্প নাই । পল্লি চিকিৎসক ডাক্তার সৈয়দুর রহমানের জীবনী এবং ওনার রেখে যাওয়া কিছু ইতিহাস বিশেষ করে পশ্চিম গাঁঠিয়া ডেংগাবাসীর হৃদয়ের স্মরণীয় হয়ে থাকবে আজীবন। পল্লি চিকিৎসক ডাক্তার সৈয়দুর রহমান ০১/০২/১৯৪৭ ইংরেজি এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন ওনি ইন্তেকাল করেছেন ১৩/০৭/২০২৪ ইং ওনার পিতার নাম, দলিলুর রহমান, মাথা পুতু বিবি, ওনার চার ছেলে তিন মেয়ের জনক ছিলেন এক ছেলে বর্তমান এম বিবিএস ডাক্তার এবং পশ্চিম গাঁঠিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির রানিং সভাপতি অপর তিন ছেলে সৌদিতে সফলতার সাথে ব্যবসা-বাণিজ্য করছেন অপর তিন মেয়ে স্বামীর সংসারে সুন্দর জীবন যাপন করছেন। যেসব প্রতিষ্ঠানে মানুষের খেদমত করে গেছেন ১/ পশ্চিম গাঁঠিয়া ডেংগা ইসলামি দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন ২/ পশ্চিম গাঁঠিয়া ডেংডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ৩/ গোলার ঘাট বাজার সমিতির সভাপতি হিসেবে বেশ কয়েক বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন,৪/ এওচিয়া ইউনিয়ন পরিষদের ৭ সাত নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্যর দায়িত্ব পালন করেছেন ৫/ হাজী লালমিয়া মসজিদ কমিটির সভাপতি হিসেবে বেশ কয়েক বছর সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন, এমন একজন গুনি প্রবীণ ব্যক্তিত্ব ওনার কর্ম দক্ষতা যা প্রশংসনীয় এবং পুনরায় যার যার অবস্থান থেকে ওনার আত্মার শান্তি কামনা করছি আমিন ////