স্টাফ রিপোর্টার: নেত্রকোণার দুর্গাপুরে জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমির বাসভবনে হামলা ও তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তেরিবাজার এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেছেন তিনি। এসময় সুমি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে কতিপয় যুবক তার বাসভবনে অতর্কিত হামলা চালায়। এসময় তাকে প্রাণনাশের হুমকি দেয় তারা। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।