নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্ৰাম
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ই নভেম্বর) সকাল ১১টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মোছাম্মৎ নাসিমুন আরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি শফিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ—সভাপতি এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সম্পাদক এস এম ইউসুফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির তথ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম সাদা।
এ সময় উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ কাউন্সিলর হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন।
এতে আগামী চার বছরের জন্য সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ নাসিরকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা সিদ্ধান্ত নেওয়া হয় ।
কমিটির অন্যতম সদস্য হলেন— নির্বাহী সভাপতি মুকুল চন্দ্র দে, নির্বাহী সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ, সিনিয়র সম্পাদক মহিলা এনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অসুক চক্রবর্তী ও অর্থ সম্পাদক মনির আফসার চৌধুরী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ