বরগুনা জেলা প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ বরগুনা সদর, আমতলী, তালতলী , ১০৯ (১-আসনে) সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর (যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা জেলাশাখা ) সর্বশেষ পথসভা বরগুনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বরগুনা সদর, আমতলী, তালতলী থেকেহাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়। এ সময় তিন উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতায় টুকু ভাইয়ের ঈগল মার্কায় ভোট চান। এবং সর্বশেষ প্রধান অতিথির বক্তৃতায় ঈগল মার্কার প্রার্থী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঈগল মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান করেন। এবং বরগুনা ১ আসনকে দুর্নীতি দুঃশাসন মাদক নির্মুলকরা সহ বরগুনা ১ আসনকে একটি মডেল আসনে পরিণত করার আশ্বাস দেন । উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কিসলু সহ বরগুনা আমতলী তালতলীর বিভিন্ন নেতৃবৃন্দ। সকলেই বক্তৃতায় বলেন আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। উল্লেখ্য বরগুনায় এক আসনে প্রার্থী হিসেবে লড়ছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম সরোয়ার টুকু (ঈগল মার্কা) খলিলুর রহমান (ট্রাক মার্কা) গোলাম সরোয়ার ফোরকান ( কেচি মার্কা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।